Tuesday, March 17, 2009

পিসিতে উবুন্টু ইন্সটল করা এখন আর কোনো সমস্যাই নয় ।

কোনো ধরনের হার্ডডিস্ক পার্টিশনের ঝামেলা নেই । 
এ জন্য এখান থেকে Wubi 7.04.01 ইন্সটলারটি ডাউনলোড করে নিতে হবে।  
তারপর  এখান  থেকে ubuntu-7.10 iso ফাইলটি  ডাউনলোড করে নিতে হবে। 
 যে ড্রাইভটিতে উবুন্টু ইন্স্টল করতে চান সে ড্রাইভটিতে Wubi 7.04.01  
এবং  ubuntu-7.10 iso ফাইলটি একই ফোল্ডারে থাকতে হবে। তারপর বাকি যা করার Wubi-ই করবে।