Tuesday, March 17, 2009
এক ক্লিকে Hibernate করুন
আমার ঠিক আগের লেখাতে hibernate করার পদ্ধতি বলেছিলাম। এক ক্লিকে hibernate করা যায়। এর জন্য নিচের কাজ গুলো করতে হবে। ১ ডেস্কটপ এর ফাকা স্থানে রাইট ক্লিক করতে হবে। ২ এরপর NEW>SHORTCUT. ৩ এরপর create shortcut window আসবে। ৪ বক্সে নিচের কমান্ড লিখতে হবে। rundll32.exe PowrProf.dll, SetSuspendState ৫ এরপর next এ ক্লিক করে নাম দিয়ে শেষ করতে হবে ৬ বাস এখন ঐ shortcut ক্লিক করলে hibernate হবে